আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোয় ক্রোকাস সিটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২৩ মার্চ শনিবার রাতে রুশ তদন্তকারী কমিটি সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।
২২ মার্চ শুক্রবার রাতে রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালায় চার বন্দুকধারী।
হামলার ঘটনায় এরইমধ্যে ১১ জনকে আটক করা হয়েছে। রাশিয়ার নিরাপত্তাপ্রধান প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন, আটকদের মধ্যে চারজন সরাসরি হামলায় যুক্ত ছিলো।
অন্যদিকে ঘটনার পরপরই নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইসলামিক স্টেটের (আইএস) পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে।
তবে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষেবা প্রতিষ্ঠান এফএসবি দাবি করেছে, মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত অপরাধীদের সঙ্গে ইউক্রেনের যোগাযোগ ছিলো এবং তারা সেখানে পালানোর চেষ্টা করছিলো।
যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা বলেছেন, এই ঘটনার সাথে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই।
এদিকে শনিবার স্থানীয় সময় বিকেলে জাতির উদ্দেশে দেয়া এক ভিডিও ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলার ঘটনায় ২৪ মার্চকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছেন।
একইসঙ্গে পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ সন্ত্রাসী হামলার পেছনে যারা রয়েছে তাদের সবাইকে চিহ্নিত করে শাস্তি দেয়া হবে। সূত্র: আল জাজিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available