নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার বল্লাহাটি গ্রামে রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। বল্লাহাটি সরকারি আশ্রায়ন প্রকল্পে যাওয়ার একমাত্র পথের উপর বাড়ি নির্মাণ করছেন এ গ্রামের মৃত সাহেব মোল্যার ছেলে আজম মোল্যা এবং মেয়ে রেবা বেগম। এতে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ভূমিহীন পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছেন।
জানা যায়, রেবা বেগমের বিয়ে হয়েছে গোপালগঞ্জের কোটালিপাড়ার জাফর হাওলাদারের সাথে। গোপালগঞ্জের ভয় দেখিয়ে তিনি এলাকার লোকজনদের হুমকি দেন।
২১ আগস্ট বুধবার বিকেলে সরেজমিনে গেলে ভুক্তভোগীরা জানান, আজম মোল্যা ও তার বোন রেবা বেগম পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি গ্রামের সরকারি আশ্রয়ন প্রকল্পে যাওয়ার রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করছেন। ২৬ ফুট চওড়া রাস্তাসহ পাশের সরকারি জমি দখল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তারা গড়ে তুলছেন পাকা ভবন। স্থানীয় কতিপয় সন্ত্রাসী-টাউটক টাকা খেয়ে তাদের পক্ষ নিয়ে ঘর তুলে দিচ্ছে। ভুক্তভোগীরা কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে অতি দ্রুত সরকারি রাস্তা অবমুক্ত করার দাবি জানিয়েছেন ।
এ বিষয়ে পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলাম বলেন, বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি জায়গা অবমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available