• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৩:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৩:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

কালিয়াকৈরে গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত সম্পন্ন

৬ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১২:২০

কালিয়াকৈরে গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত সম্পন্ন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সাজন ধারা এলাকায় নিজস্ব অর্থায়নে একটি রাস্তা পূর্ণ নির্মাণের কাজ সম্পন্ন করেছে স্থানীয় গ্রামবাসী। এই রাস্তাটির জন্যে স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে অনেক সমস্যায় পরতে হতো।

৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিনের তত্ত্বাবধানে ও গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে রাস্তাটির পূর্ণ নির্মাণের কাজ করা হয়। হাজার হাজার মানুষের চলাচলের এ রাস্তাটি শামছুল হকের বাড়ি থেকে হাজী রফিকুল ইসলামের বাড়ি পর্যন্ত সম্প্রসারিত।

স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, তারা তাদের নিজস্ব অর্থায়ন এবং প্রচেষ্টার মাধ্যমে এই রাস্তা পুনর্নির্মাণের কাজ সম্পন্ন করেছেন। এই উদ্যোগটি বিশেষভাবে প্রশংসনীয়, কারণ এটি প্রমাণ করে যে গ্রামের মানুষেরা নিজেদের উন্নয়নের জন্য একসাথে কাজ করতে প্রস্তুত।

কালিয়াকৈর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন তার বক্তব্যে উল্লেখ করেন, যে সাজন ধারা গ্রামবাসী এই রাস্তাটির জন্য কষ্টে ছিলেন। সড়কটি নির্মাণে তিনি গ্রামবাসীর ঐক্য ও উদ্যোগের প্রশংসা করেন। এমন উদ্যোগগুলো সমাজে উন্নয়নের পথ সুগম করে।

এছাড়া তিনি প্রতিশ্রুতি দেন, যে যুবদল ভবিষ্যতে গ্রামবাসীর পাশে থাকবে এবং তাদের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করবে। এই রাস্তাটি পুনর্নির্মাণের ফলে এলাকার বাসিন্দারা আরও সহজে এবং সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারবেন। এটি তাদের দৈনন্দিন জীবনের মান উন্নয়নেও সহায়ক হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩