সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২৫ আগস্ট রোববার বিকেলে আদালতে হাজির করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে শান্তিনগরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিতে স্কুল ছাত্র রোমান মিয়া হত্যার ঘটনায় সাবেক সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসিনের আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২০ আগস্ট নিহতের খালা রিনা খান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকসহ ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে হত্যা রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available