নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
২৭ জানুয়ারি সোমবার নারায়ণগঞ্জের আদালতে দুটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় রিমান্ডের আবেদন করলে আদালত এ রিমান্ড মঞ্জুর করেছেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার পৃথক একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় তিনদিন ও দুদিনের এবং নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় দুদিন রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমান মতি ও তার ছেলে বাবইকে ১৩ জানুয়ারি ভোরে গ্রেফতার করে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available