মানিকগঞ্জ প্রতিনিধি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে কারণ তাদের প্রিয় নেতা শেখ হাসিনা বাংলাদেশে নেই।
৯ ডিসেম্বর সোমবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা গ্রামের শহীদ রফিকুল ইসলামের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত জুলাই-আগস্ট আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার সময় এই মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ভারতের মিডিয়া প্রতিনিয়ত বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। শেখ হাসিনা ভার্চুয়ালি লন্ডনে বক্তব্য রাখবেন- এমন খবর সংবাদপত্রে দেখেছি, তবে তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ ও বিদ্রুপ করা হয়েছে। তিনি শেখ হাসিনাকে দেশত্যাগী হিসেবে উল্লেখ করে বলেন, আপনি যদি সত্যিকার নেত্রী হয়ে থাকেন, দেশে ফিরে এসে প্রকাশ্যে বক্তব্য দিন।
তিনি বলেন, শেখ হাসিনা এতটাই নতজানু ছিলেন যে, সীমান্ত রক্তাক্ত হলেও তিনি কোনো প্রতিবাদ করতে পারেননি। গণতন্ত্রের জন্য কথা বলা নেতাদের কারাগারে বন্দী করা হয়েছে।
রিজভী বলেন, ভারত থেকে চাল, আলু, পেঁয়াজ এনে দেওয়া বন্ধের হুমকি দেওয়া হচ্ছে। শেখ হাসিনার শাসনে বাংলাদেশ ভারত নির্ভর হয়ে পড়েছে। ভারত থেকে এসব দ্রব্য বিনা পয়সায় আসছে না, আমরা ডলার দিয়ে এগুলো কিনে নিচ্ছি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে বন্দী রেখেছিলেন এবং ছাত্র আন্দোলনের মুখে ২০০০ জন ছাত্র-জনতার হত্যার দায় নিয়ে তিনি ভারতের প্রভাবে টিকে থাকার চেষ্টা করেছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি সফল হননি।
এই সভায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খার রিতা, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সভাপতি আতিকুর রহমান রুমনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত মানিকগঞ্জের রফিকুল ইসলাম, আফিকুল ইসলাম সাদ ও ছায়াদ মাহমুদ খানের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available