• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৭:৩১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৭:৩১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রূপপুর সহায়ক ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী

৫ অক্টোবর ২০২৩ রাত ০৮:০৭:০৫

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রূপপুর সহায়ক ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: খুব শীঘ্রই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এ সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

তিনি আরও বলেন, ২০২৩ সালের মধ্যে আমরা রুপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনে যেতে পারবো, আর দ্বিতীয় ইউনিট প্রস্তুত হবে ২০২৪ সালের মধ্যে। সে লক্ষ্যেই আমরা আমরা এগিয়ে যাচ্ছি। পারমানবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য পৃথক আইন প্রণয়ণ করে ‘নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড’ নামে একটি কোম্পানি গঠন করা হয়েছে। যে কোনো দুর্যোগে এ বিদ্যুৎ কেন্দ্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকে খেয়াল রেখে এ প্ল্যান্টের ডিজাইন ও নির্মাণকাজ করা হচ্ছে। এছাড়া ব্যবহৃত পারমানবিক জ্বালানি (স্পেন্ট ফুয়েল) ব্যবস্থাপনায় রাশান ফেডারেশনের সঙ্গে চুক্তি করা হয়েছে। তারা এসব স্পেন্ট ফুয়েল তাদের নিজেদের দেশে ফেরত নিয়ে যাবে। বাংলাদেশ আজকের দিনে আরেক ধাপ এগিয়ে গেলো।

শেখ হাসিনা বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের জনগণের জন্য আজকের দিনটি  অত্যন্ত গর্বের ও আনন্দের । সরকারের নিরলস চেষ্টায় পারমাণবিক জ্বালানি গ্রহণের মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজকে সফল পরিণতি লাভ করলো। আমি কৃতজ্ঞতা জানাই বন্ধু প্রতিম রাশান ফেডারেশনের সরকার এবং তাদের জনগণের প্রতি। তারা আমাদের মহান মুক্তিযুদ্ধে ও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অসামান্য সহযোগিতা করেছিলেন। আবারও তারা আমাদের আরেকটি স্বপ্নের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা ‘রূপকল্প-২০২১’ এর সঙ্গে সঙ্গতি রেখে ‘পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান-২০১০’ প্রণয়ন করি। এসময় রূপপুর প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। রাশিয়া এটি বাস্তবায়নে সহায়তার হাত বাড়িয়ে দেয়। আইএইএ শুরু থেকে আমাদের নানাভাবে সহায়তা করছে। আমি রাশিয়ান ফেডারেশন সরকার, আইএইএ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ২০১৩ সালের ২ অক্টোবর প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত আপনার সর্বাত্মক সহযোগিতায় অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছে।

আরও পড়ুন: ইউরেনিয়াম হস্তান্তর: পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রূপপুর সহায়ক ভূমিকা রাখবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমরা নিউক্লিয়ার যুগে প্রবেশ করেছি। আমাদের বন্ধু দেশ রাশান ফেডারেশন ও এর প্রেসিডেন্ট এখানে উপস্থিত থেকে আমাদেরকে সম্মানিত করেছেন, আমরা আনন্দিত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩