নিজস্ব প্রতিবেদক: রূপায়ণ সিটি ও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে।
৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উত্তরা রূপায়ণ সিটির মিটিং রুমে রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন, রূপায়ণ সিটির হেড অফ ফাইন্যান্স মো. মোরশেদ আলম, হেড অফ মার্কেটিং কাজী সারজীল হাসান, সরকারি ম্যানেজার লোন এবং রেজিস্ট্রেশন মো. ফিরোজ কবির, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড হেড অফ হোম লোন, মো. রাশিদ আল আসাদ, হেড অফ মেট্রো হোম লোন এবং ভেন্ডর ম্যানেজমেন্ট হোম লোনের আশফাক হোসেন, সহকারী ম্যানেজার সাদমান সাকিব প্রমুখ।
রূপায়ণ সিটির হেড অফ ফাইন্যান্স মো. মোরশেদ আলম জানান, রূপায়ণ সিটি ও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর মধ্য দিয়ে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম। এর মাধ্যমে রূপায়ণ সিটি গ্রাহকরা ফ্ল্যাট ক্রয়ে সহজ শর্তে এবং দ্রুত সময়ের মধ্যে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও প্রসেসিং ফির মাধ্যমে গৃহঋণ পাবেন।
তিনি আরও বলেন, আমাদের গ্রাহকদের স্বল্প সময়ে সহজ শর্তে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড লোন প্রদান করবে। যার জন্য আজ এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রূপায়ণ সিটি তার গ্রাহকদের সুযোগ-সুবিধা দেয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নিয়ে থাকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available