• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৩:১৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৩:১৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

ট্রেন চলাচল নিয়ে সিদ্ধান্ত হয়নি: রেলের ডিজি

২৮ জুলাই ২০২৪ দুপুর ০২:০৫:৪৭

ট্রেন চলাচল নিয়ে সিদ্ধান্ত হয়নি: রেলের ডিজি

নিজস্ব প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে দেশের চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলাচল করবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত।

২৮ জুলাই রোববার সকালে এ তথ্য জানিয়ে তিনি বলেন, সারাদেশে ট্রেন চলাচল কখন চালু হবে, সিদ্ধান্ত হলে তা জানানো হবে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের তোপে সারাদেশে যাত্রীবাহী ট্রেন বন্ধ হয়ে যায়। তবে স্বল্প দূরত্বে যেসব ট্রেন চলার কথা ছিল সেগুলোও বাতিল করা হয়েছে।

মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত বলেন, ট্রেন চালানো কোনো বিষয় না, বিষয়টি হচ্ছে নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় কোট আন্দোলনকারীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে জননিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩