স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট রেলওয়ে স্টেশনে কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির কারণে স্থবির অবস্থা সৃষ্টি হয়েছে। ২৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে সিলেট থেকে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি। এতে বিপাকে পড়েছেন সিলেটের শতশত যাত্রী।
কালনি এক্সপ্রেসের যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে। সকাল থেকেই সিলেট রেলওয়ে স্টেশনে যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। তবে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সমাধান না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয়।
প্রতিদিন সিলেট থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী মোট ছয়টি ট্রেন চলাচল করে। তবে কর্মবিরতির কারণে এসব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। কোনো সমাধান না হলে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে রেলওয়ে স্টেশনের এক কর্মকর্তা জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে আমরা টিকিটের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছি। তবে সমস্যা সমাধানে কেন্দ্রীয়ভাবে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। রানিং স্টাফদের দাবি পূরণ ও রেল চলাচল শুরুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করছেন যাত্রীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available