• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩১ রাত ০১:০৮:৪৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩১ রাত ০১:০৮:৪৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

ট্রেনযাত্রার শেষ দিনেও ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ

৩০ মার্চ ২০২৫ দুপুর ১২:২০:১৫

ট্রেনযাত্রার শেষ দিনেও ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে আজ (শেষ দিন) আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ব্যবস্থাপনায় ট্রেন চলাচল করছে। অন্যান্য দিনের মতো এই দিনও হাজারো ঘরমুখো যাত্রী ঢাকা ছাড়ছেন।

৩০ মার্চ রোববার সকাল থেকে প্রত্যেকটি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময় কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায়।

কমলাপুর স্টেশন ঘুরে দেখা গেছে, বরাবরের মতই যাত্রীর চাপ রয়েছে স্টেশন এলাকায়। কেউ কেউ প্লাটফর্মে অপেক্ষা করছেন তার নির্ধারিত গন্তব্যের ট্রেনের জন্য। আর যেসব ট্রেন প্ল্যাটফর্মের লাইনে অবস্থান করছে সেসব ট্রেন ইতোমধ্যে যাত্রী বোঝাই হয়ে গেছে। প্রায় প্রতিটি কোচে যেন পা ফেলার জায়গা নেই।

জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী শাফিউর রহমান বলেন, ট্রেন ছাড়ার কিছু সময় আগে আমি ট্রেনের কাছে এসেছি। পরিবারসহ আমার সিটে যেতে অনেকটা বেগ পেতে হয়েছে। ট্রেন ভর্তি মানুষ ছিল। ট্রেনের ভেতর অনেক গরম। ট্রেন ছাড়লে হয়তো ঠিক হয়ে যাবে।

একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী শাহিদ আল মিনার বলেন, ট্রেন যাত্রায় বরাবর যেরকম ভোগান্তি হয়েছে, এবার তেমন কোনও ভোগান্তি দেখছি না। স্টেশনে কোনও ভিড় নেই। অতিরিক্ত কোনও যাত্রীর চাপও নেই। শুধু কিছু মানুষ দাড়িয়ে যাচ্ছে।

ঢাকা রেলওয়ে স্টেশনের (কমলাপুর) স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বেলা ১১টা পর্যন্ত ১৫টি আন্তঃনগর ট্রেন স্টেশন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকা ছেড়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
১ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:৩৫