• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০২:৩২:১০ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০২:৩২:১০ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে চালু হলো রেল যোগাযোগ

১৬ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:৫০:৩১

১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে চালু হলো রেল যোগাযোগ

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের শিববাড়ি এলাকায় লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের উদ্ধার কাজ শেষে প্রায় ১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

১৬ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ৮টার পর ধীরে ধীরে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে ১৫ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ১০টার দিকে তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।

কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেনের মাধ্যমে দুর্ঘটনাকবলিত তেলবাহী বগি সরিয়ে নেয়া হয় এবং সেটি মাইজগাঁও স্টেশনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এরপর আটকে থাকা ঢাকা-সিলেট রুটের উপবন এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেন চলাচল শুরু করে।

রাতভর ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে, ঢাকাগামী ও চট্টগ্রামগামী যাত্রীরা দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে বাধ্য হন। 

স্টেশন সূত্র জানায়, উপবন এক্সপ্রেস রাতে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা আটকে ছিল। একইভাবে, সকালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেসও মোগলাবাজার স্টেশনে আটকা পড়ে।

দুর্ঘটনার পর রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এর মেরামতকাজ এখনও চলছে। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেন চলাচল স্বাভাবিক হলেও সারাদিন শিডিউল বিপর্যয় অব্যাহত থাকতে পারে।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, ১৪টি তেলবাহী ওয়াগনের মধ্যে একটি লাইনচ্যুত হওয়ায় রেলপথের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনার পেছনের কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬