আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নবাবশাহের সারহারি রেলস্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় অন্তত ৩০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে। ৬ আগস্ট রোববার স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য দিয়েছে রয়টার্স। ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।
এর আগে শনিবার আল্লামা ইকবাল এক্সপ্রেস পাদিদান রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। ঐ ট্রেনটি একটি বড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার এক দিন পরেই দুর্ঘটনাটি ঘটলো।
পাকিস্তানের রেল ও বিমান চলাচল বিষয়ক মন্ত্রী খাজা সাদ রফিক গণমাধ্যমকে বলেন, আজকের রেল দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আমরা এ ঘটনায় কর্তৃপক্ষকে সতর্ক করেছি।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে ট্রেনটি ভালোভাবেই চলছিল। যান্ত্রিক ত্রুটির কারনে এমনটি হয়ে থাকতে পারে। দুর্ঘটনায় কারো হাত আছে কি না তদন্তের পর তার প্রকৃত কারন জানা যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available