ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দীর্ঘ ২ যুগ পর জাঁকজমকভাবে চালু হলো সুপ্রিয় রেশম কারখানা। ৩ আগস্ট বৃহস্পতিবার সকালে ফিতা কেটে রেশম কারখানাটির শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
উদ্বোধন শেষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সুপ্রিয় গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ্ব মো. বাবলুর রহমান।
এসময় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, আঞ্চলিক রেশম কারখানা সম্প্রসারণ রংপুরের উপ-পরিচালক মাহবুল উল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামানসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, কারখানাটি চালু হওয়ায় রেশম চাষের সাথে যুক্ত ১০ হাজার চাষীদের আবারও কর্মসংস্থানের সুযোগ হলো।
কারখানায় উৎপাদিত মসৃণ সিল্ক কাপড় আবারও দেশ ও দেশের বাইরে রফতানি করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available