এইচ এম জহিরুল ইসলাম মারুফ: আল্লাহ তায়ালার মহিমান্বিত মাসগুলোর মধ্যে রমজানুল মুবারক খুবই মহিমান্বিত, বরকতমণ্ডিত ও ফজিলতপূর্ণ একটি মাস। আর এই মাহে রমজানকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম দশ দিনকে রহমত, দ্বিতীয় দশ দিনকে মাগফিরাত এবং তৃতীয় দশ দিনকে নাজাত এই তিন ভাগে বিভক্ত করা হয়।
তাহলে রমজানের মধ্য দশক অর্থাৎ ১১ রমজান থেকে ২০ রমজান পর্যন্ত মাগফিরাত অংশ। মাগফিরাত অর্থ হচ্ছে ক্ষমা করা। রমজানের মাগফিরাতের দোয়া করতে হবে একমাত্র আল্লাহ তায়ালার কাছে।
মাগফিরাতের দশকে মুসলিম উম্মাহ আল্লাহ তায়ালার কাছে ক্ষমা এবং অনুগ্রহ পেতে কান্নাকাটি করবে। মাগফিরাতের দশকের ক্ষমা পাওয়ার জন্য বেশি বেশি দুইটি দোয়া পড়তে হবে।
একটি হলো :
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ :
উচ্চারণঃ রাব্বিগফির ওয়ারহাম ওয়া আংতা খাইরুর রাহিমিন।' অর্থঃ হে আমার প্রভু! আমাকে ক্ষমা করুন এবং (আমার উপর) রহম করুন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ রহমকারী। (সুরা মুমিনুন : ১১৮)
আরেকটি হলো :
رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي لِي :
উচ্চারণঃ রাব্বি ইন্নি জ্বালামতু নাফসি ফাগফিরলি। অর্থঃ হে আমার প্রভু! নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। (সুরা কাসাস : ১৬)
মহান আল্লাহ তা'আলার অপার রহমতের উসিলা লাভে ধন্য হতে রোজার ১১তম দিনে এই দোয়া পড়তে হবেঃ
اللَّهُمَّ حَبّب إِلى فِيهِ الأحسانَ، وَكَرّه إِلى فِيهِ الْفُسُوقَ وَالْعِصْيانَ، وَحَرّمْ عَلى فيه السَّخَطَ وَالنيرانَ بِعَوْنِكَ يا غِیاثَ الْمُسْتَغِيثِينَ.
উচ্চারণঃ আল্লাহুম্মা হাব্বিব ইলাইয়্যা ফিহিল ইহসান; ওয়া কাররিহ ইলাইয়্যা ফিহিল ফুসুর্কি ওয়াল ই'সইয়ান, ওয়া হাররিম আ'লাইয়্যা ফিহিস সাখাত্বা ওয়ান নিরানা বিআ'ওনিকা ইয়া গিয়াছাল মুসতাগিছিন।
অর্থঃ হে আল্লাহ! এ দিনে সৎ কাজকে আমার কাছে প্রিয় করে দাও আর অন্যায় ও নাফরমানীকে অপছন্দনীয় কর। তোমার অনুগ্রহের ওসিলায় আমার জন্য তোমার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দাও। হে আবেদনকারীদের আবেদন শ্রবণকারী। রমজানের দ্বিতীয় দশ মাগফেরাতে আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তাওফিক দান করুন। আমিন।
(লেখক: মুহাদ্দিস - জামিয়া ইসলামিয়া মারকাযুদ দ্বীন, তিতাস, কুমিল্লা)
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available