এইচ এম জহিরুল ইসলাম মারুফ: মাগফিরাতের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দশক। পবিত্র রমজানুল মুবারকের মাসের মধ্যে বান্দার প্রতিটি ইবাদতের প্রতিদান বহুগুণে বেড়ে যায়। এই মাস কল্যাণের মাস। এ মাসে পবিত্র আল-কোরআন নাজিলের মাস। এ মাস তাকওয়া ও সংযম অবলম্বনের মাস। এ মাস ধৈর্য ধারণের মাস। এ মাসই মানব জীবনকে সব পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি দেয়ার জন্য আগমন করে।
ইতোমধ্যে আমাদের থেকে বিদায় নিয়েছে রমজানুল মুবারকের প্রথম দশক। উপস্থিত হয়েছে মাগফিরাতের দশক। রমজান মাসের দ্বিতীয় দশ দিন আল্লাহ তার বান্দাদের জন্য মাগফিরাতের বার্তা দেন।
আল্লাহ বান্দাদেরকে প্রথম দশ দিন রহমতে সিক্ত করেন। ফলে এ সময়ে বান্দা নফল আমল বেশি বেশি করে এবং তার সৃষ্টিকর্তার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছে যায়। আল্লাহ বলেন, ‘তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো।’ (সুরা বাকারা : ১৪৮) একটি হাদিসে মুহাম্মদ (স.) বলেন, হে কল্যাণ অনুসন্ধানকারী আল্লাহর কাজে এগিয়ে যাও। হে অকল্যাণ অনুসন্ধানকারী থেমে যাও। (তিরমিযি : ৬৮২, ইবনু মাজাহ : ১৬৪২)
রমজানে দ্বিতীয় দশ দিন ক্ষমা পাবার জন্য রয়েছে কতিপয় আমল। যেগুলো বান্দাকে পাপ মার্জনার পথে নিয়ে যায়, সেগুলো হলো-
১. বেশি বেশি পবিত্র কোরআন তেলাওয়াত করা-
রাসুল (সা.) বলেছেন, ‘কোরআন তিলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত। তোমরা কোরআন তিলাওয়াত কর, কারণ কিয়ামতের দিন কোরআন পাঠকের জন্য সুপারিশ করবে’ (মুসলিম)
২. ক্ষমা প্রার্থনা করা-
ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর নির্দেশনা হলো, ‘যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে; সে আল্লাহকে ক্ষমাশীল ও পরম দয়ালু পাবে। (সুরা নিসা : ১১০)
৩. বেশি বেশি দোয়া করা-
দোআ একটি উত্তম ইবাদত। এ ইবাদত বান্দাকে কল্যাণ লাভে সাহায্য করে। পাপমুক্তির জন্য দোয়া করলে আল্লাহ সে দোয়ায় সাড়া দেন। আল্লাহ বলেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সূরা আল মু’মিন : ৬০)
৪. বেশি বেশি দান-সদকা করা-
দান ও সদকা করা পাপমোচনের একটি গুরুত্বপূর্ণ আমল। পাপমুক্ত জীবনের জন্য সদকার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা যদি প্রকাশ্যে দান করো, তবে তা ভালো; আর যদি তা গোপনে করো এবং অভাবীদেরকে দাও তবে তা আরও উত্তম। এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দগুলো মোচন করে দেবেন। তোমরা যা করো, আল্লাহ তা অবগত আছেন। -সুরা বাকারাহ : আয়াত: ২৭১।
রমজানের দ্বিতীয় দশকে মাগফেরাতের জন্য আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার সক্ষমতা দান করুন। আমিন।
(লেখক: মুহাদ্দিস-জামিয়া ইসলামিয়া মারকাযুদ দ্বীন, তিতাস, কুমিল্লা)
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available