সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: সবুজে ঘেরা ক্যাম্পাস রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
২৩ মার্চ শনিবার রাঙ্গামাটির মায়াবী দ্বীপ নামক স্থানে এ ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাঞ্চন চাকমা।
আয়োজিত অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিলো। প্রথম পর্বে এফএমআরটি বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মো. নাহিদ হাসানের পবিত্র কোরআন মাজিদ তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন একই বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী হাসিবুর রহমান মিশকাত। পর্যায়ক্রমে প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন, স্বাধীন ত্রিপুরা, নাজমুল হাসান; দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মায়মুনা মুসাররাত এবং তৃতীয় ব্যাচের শিক্ষার্থী আকলিমা আক্তার বিভাগীয় বর্ষপূর্তি উপলক্ষে নিজেদের প্রাপ্তি, প্রত্যাশা, চাওয়া-পাওয়া এবং অনুভূতি বর্ণনা করেন।
দ্বিতীয় পর্বে মাহে রমজানের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এফএমআরটি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সোহাগ।
সর্বশেষ প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. কাঞ্চন চাকমা এফএমআরটি বিভাগের সার্বিক উন্নয়ন তথা ল্যাব সংকট, শিক্ষক সমস্যা দূরীকরণ এবং অন্যান্য সমস্যা নিরসনে নিজের প্রচেষ্টা এবং বিভাগের উন্নয়নে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সম্পূর্ণ অনুষ্ঠানটি উপস্থাপনা এবং সঞ্চালনায় ছিলেন এফএমআরটি বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মো. নুরুল আলম। একই বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী হাসিবুর রহমান মিশকাতের মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available