• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:৩৩:৪৫ (11-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:৩৩:৪৫ (11-Apr-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

নরসিংদীতে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করছে ‘বুলেট ট্রেন’ নামের দুই রোবট

২১ অক্টোবর ২০২৩ সকাল ০৯:৫৬:০১

নরসিংদীতে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করছে ‘বুলেট ট্রেন’ নামের দুই রোবট

নরসিংদী প্রতিনিধি: সময়ের সাথে ও প্রযুক্তির ক্রমবর্ধমান পরিবর্তনে দুনিয়া এগিয়ে যাচ্ছে। নিত্য দিনই নতুন নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে। রোবটের কথা শুনেছেন হয়তো সবাই। কিন্তু বাস্তবিক অর্থে অনেকেই দেখেনি। কিন্তু এবার দেখা মিলেছে রোবটের। নরসিংদীতে রেস্টুরেন্টে আগতদের খাবার পরিবেশন করছে ‘বুলেট ট্রেন’ নামের দুই রোবট ।

নরসিংদী শহরের স্টেশন রোডে অবস্থিত হলিডে রেস্টুরেন্ট। সেখানে ভোক্তাদের দেওয়া হচ্ছে রোবটিক সেবা। রেস্টুরেন্টে মেন্যু দেখে খাবার অর্ডার দিলে দেখা যায়, খাবার নিয়ে সাথে সাথে হাজির ‘বুলেট ট্রেন’ নামে রোবট। প্রতিটি টেবিলে ঘুরে ঘুরে খাবার পরিবেশন করছে দুইটি অত্যাধুনিক রোবট। রোবট দুটির কার্যক্রম দেখে মনে হয়, মানুষও যেন হার মেনে যায় তাদের কাছে। খাবার দেয়া থেকে শুরু করে ঘুরে ঘুরে প্রতিটি জায়গা পর্যবেক্ষণ করছে। ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী সেবা দিচ্ছে তাৎক্ষণিক। রোবট দুটিকে দেখার জন্য সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল।

এক টেবিল থেকে অন্য টেবিলে সুন্দর মনোরম মিউজিকের তালে তালে খাবার সরবরাহ করে রোবট ‍দুটি। খাবার নিয়ে ভোক্তার টেবিলের সামনে গিয়ে ইংরেজি ভাষায় স্বাগত জানায়, এরপর ট্রে থেকে খাবার নামিয়ে নিতে বলে। এরপর তার উপরে থাকা লাল সুইচে চাপ দিতে অনুরোধ করে। এতে চাপ দিলে রোবটটি ফিরে যায় রান্না ঘরে।

রেস্টুরেন্টে খেতে আসা ব্যাংকার সৌরভ সরকার বলেন, আমরা দুই বন্ধু মনোহরদী থেকে এসেছি রোবটের হাতে খাবার খেতে। সত্যি আশ্চর্যজনক, রোবট কী সুন্দরভাবে আমাদেরকে খাবার পরিবেশন করছে। সঠিক সময় খাবার নিয়ে টেবিলে পৌঁছে যাচ্ছে। যাই অর্ডার দিচ্ছি, সেটাই এনে দিচ্ছে সে। তার সেবা দেখে মনে হচ্ছে না এটা কোনো রোবট, মনে হচ্ছে মানুষ।

এ রেস্টুরেন্টে খেতে আসা ডাক্তার রিয়াজুল কবির বলেন, রেস্টুরেন্টের রোবট খাবার পরিবেশন করার কথা শুনে মেয়েদের নিয়ে খেতে এসেছি। সবকিছু দেখে ভালো লেগেছে। রোবটের সেবায় খাবার খেয়ে এ প্রজন্ম আগামীর প্রযুক্তিনির্ভর পৃথিবীর কথা ভাবতে আগ্রহী হবে।

হলিডে রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, রেস্টুরেন্টিতে খাবার পরিবেশনের জন্য দক্ষিণ কোরিয়া থেকে আনা হয়েছে দুটি রোবট। নাম রাখা হয়েছে ‘বুলেট ট্রেন’। রোবট দুটির দাম ৩০ লক্ষ টাকার উপরে। আসলে কিছু নতুনত্ব আনার জন্য এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এর ভালো দিকগুলি সকলের মাঝে তুলে ধরার জন্যই আমার এই প্রয়াস।

তিনি আরও বলেন, অটোমেটিক সিস্টেমের মাধ্যমে রোবট দুটি সঠিক সময় সঠিকভাবে খাবার সরবরাহ করতে পারে। যেকোনো কমান্ড অনুযায়ী কাজ করে। মানুষের থেকেও দ্রুত গতিতে কাজ করে। রেস্টুরেন্টের দুইটি ফ্লোরে দুইটি রোবট রয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে রোবটের সংখ্যা বৃদ্ধি করার ইচ্ছা আছে। রোবটের হাতে খাবার খেতে নরসিংদী দূর-দূরান্ত থেকে অনেক মানুষ ভিড় করছেন বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের লোগো থেকে বাদ পড়ছে নৌকা
১১ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৪৪:০০




গাংনীতে বিদেশি পিস্তলসহ আটক ১
১১ এপ্রিল ২০২৫ সকাল ১০:৪৬:২২

অবশেষে বদলি করা হলো সেই ইউএনওকে
১১ এপ্রিল ২০২৫ সকাল ১০:২৮:৫৩