ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা নুরনাহার নামে এক রোহিঙ্গা শরণার্থী ও তার মেয়েকে আটকের পর তাদের নিজ ক্যাম্পে ফেরত পাঠিয়েছেন চকোরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ।
৬ ডিসেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম গর্জনতলী এলাকায় সদ্য নির্মিত বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় আটক নুর নাহারের কাছ থেকে বাংলাদেশি ভোটার কার্ড ও জন্মনিবন্ধন কার্ড সহ নানান পরিচয়পত্র উদ্ধার করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, টেকনাফ ক্যাম্প থেকে আসা আলোচিত রোহিঙ্গা নুর নাহারসহ তার এক মেয়েকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছি। আটককৃত নুর নাহার মোচনী ক্যাম্পের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ইউএনএইচসিআর) এর নিবন্ধিত (ফুড কার্ড নং-২৬৫২৫-এ) উপকারভোগী। এই রোহিঙ্গা নারী টাকার বিনিময়ে গত ২০২১ সালের ৪ নভেম্বর কক্সবাজার পৌরসভার মধ্যম টেকপাড়ার ঠিকানা দেখিয়ে পৌরসভার বাসিন্দা মৃত লোমান হাকিম আর নুর নাহারকে মা-বাবা বানিয়ে জন্মনিবন্ধন করে পরে ভোটার হন। সেই সাথে মালেশিয়ায় থাকা নুর নাহারের প্রবাসী স্বামী মো. রশিদের নামে একই পৌরসভা থেকে আমির হামজা আর জোহেরা খাতুনকে মা-বাবা বানিয়ে গত ২০২১ সালের ২৪ নভেম্বর জন্মনিবন্ধন উত্তোলন করেন।
ইউএনও আরও বলেন, ধৃত রোহিঙ্গার বিষয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিড়িয়া সংবাদ প্রকাশের পর সরেজমিনে গিয়ে ওই রোহিঙ্গা নারীসহ সাথে থাকা তার এক কন্যা সন্তানকে আটক করতে সক্ষম হই। এ সময় তার বানানো বাংলাদেশি সকল পরিচয়পত্র জব্দ করি এবং তাকে চকরিয়া থানার মাধ্যমে টেকনাফ মোচনী ক্যাম্পে পাঠানোর আইনগত ব্যবস্থা করেছি।
অভিযানে সহকারী বন সংরক্ষক (এসিএফ-ফুলছড়ি) শীতল পাল, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ, ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন, মেদাকচ্ছপিয়া ও খুটাখালী বিট কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
নুর নাহারকে আটকের পর তার বসত বাড়িটি জব্দ করে সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তার দায়িত্বে দেওয়া হয়। এছাড়াও ওই রোহিঙ্গা যাতে আর কখনো তার বানানো দেশীয় পরিচয়পত্র ব্যবহার করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগসহ রোহিঙ্গা ডকুমেন্টস পাঠানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available