মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ২৭৩ পিস ইয়াবাসহ সাইদ আলী (৪৪) নামের এক শ্যামলী পরিবহনের চালককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
২৪ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাংনী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাঈদ আলী উপজেলার ছাতিয়ান গ্রামের খেদ আলীর ছেলে।
গাংনী র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনে মাদক আসছে (যার লাইসেন্স নং- ঢাকা মেট্রো-ব-১১-৬৪৪৯), এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর আভিযানিক দল অভিযান চালিয়ে ২৭৩ সহ সাঈদ আলীকে আটক করে। আটক সাঈদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
র্যাব সূত্র আরও জানায়, মেহেরপুর জেলার কয়েকটি রুট দিয়ে ঢাকা পরিবহনে ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক পাচার করা হয়। বেশ কয়েকটি পরিবহন থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এসব মাদক পাচারের সাথে কতিপয় শ্রমিক ও কাউন্টার মাস্টারদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ বিষয় নিয়ে তদন্ত চলছে বলে জানায় র্যাব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available