• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৪:০৯ (13-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৪:০৯ (13-Dec-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

আগরতলা অভিমুখে বিএনপির লং মার্চ আজ

১১ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:০২:০৬

আগরতলা অভিমুখে বিএনপির লং মার্চ আজ

নিজস্ব প্রতিবেদক: ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ১১ ডিসেম্বর বুধবার আগরতলা অভিমুখে লং মার্চ করবে বিএনপির ৩ সংগঠন।

৯ ডিসেম্বর সোমবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, বুধবার নয়াপল্টন থেকে যৌথ লংমার্চ করবেন ৩টি সংগঠনের নেতাকর্মীরা। গন্তব্য হবে আখাউড়া সীমান্ত পর্যন্ত।

আবদুল মোনায়েম মুন্না বলেন, হাইকমিশনে সহিংস ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা ভারত সরকারের মৌন সমর্থনই। কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে।

ভারত এখন ক্রিমিনালদের আশ্রয়কেন্দ্র ও অভায়রণ্য হয়েছে মন্তব্য করে সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি বলেন, দেশটি ক্রমাগত ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত গুজব সৃষ্টি করছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হাসিনার গণহত্যার শিকার হয়েছেন অনেক সনাতন। কিন্তু তখন ভারত নীরব ছিল।

মোনায়েম মুন্না আরও বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিব্রত করছে। তাদের কোনো নৈতিক অধিকার নেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার। সংবাদ সম্মেলনে অনুষ্ঠেয় লং মার্চ কর্মসূচিতে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক ও স্বেচ্ছাসেবী জনতাকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে, ৮ ডিসেম্বর রোববার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করে বিএনপির এই তিন সংগঠন। নয়াপল্টন থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালীগঞ্জে নদীতে পড়ে ২ শিশুর মৃত্যু
১২ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:২২:২২





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
১২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৫:১৫


সাবেক ৩ মন্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
১২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৫:২৪

শার্শায় মানব পাচার প্রতিরোধে সমন্বয় সভা
১২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮:৫৫