পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: ভাড়া কমিয়ে ৩১ আগস্ট বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে বরগুনা-ঢাকা নৌরুটের লঞ্চ চলাচল। যাত্রী সংকট ও জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বন্ধ হয়ে যাওয়া লঞ্চ চলাচল ভাড়া কমিয়ে দীর্ঘ ৯ দিন পর চালু হচ্ছে। নির্দিষ্ট হারে ১০০, ৩০০ ও ৫০০ টাকা ভাড়া কমিয়ে বৃহস্পতিবার বিকেল ৪ টায় ঢাকা সদরঘাট থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়েছে এম কে শিপিং লাইন্সের পূবালী-১ লঞ্চটি। নতুন যাত্রায় সব শ্রেণির যাত্রীদের জন্য কমানো হয়েছে লঞ্চের টিকিট মূল্য।
এম কে শিপিং লাইন্সের পূবালী-১ বরগুনা-ঢাকা নৌ রুটের ম্যানেজার এনায়েত হোসেন বলেন, যাত্রী সঙ্কটের কারণে ২২ আগস্ট মঙ্গলবার লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিল মালিকপক্ষ। আজ বৃহস্পতিবার থেকে পুনরায় লঞ্চ সার্ভিস চালু হচ্ছে। যাত্রীদের কথা ভেবে ভাড়া কমানো হয়েছে। ডেকের ভাড়া ৬০০ টাকার পরিবর্তে ৫০০, সিঙ্গেল কেবিন ১৬০০ টাকার পরিবর্তে ১৩০০, ডাবল কেবিন ৩ হাজার টাকার পরিবর্তে ২৫০০ টাকা করা হয়েছে।
তিনি আরও বলেন, এরপরেও যদি লঞ্চ চলাচলে যাত্রী সংকট দেখা দেয়, তাহলে মালিকপক্ষ আবারও বরগুনা রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দিবেন।
পাথরঘাটাসহ লঞ্চ চলাচলে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে বেতাগী, কাঁঠালিয়া, বামনা, কালিকাবাড়ি, রামনা, ফুলঝুরি, কাকচিড়া, বরগুনার যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে৷
বরগুনা জেলা যাত্রীকল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক সঞ্জীব দাস বলেন, বরগুনা টু ঢাকা রুটে দীর্ঘ ৯ দিন লঞ্চ চলাচল বন্ধ ছিল। এতে এই অঞ্চলের মানুষের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে ব্যবসায়ীদের বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে। নতুন ভাড়ায় আজ থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে। এটি যাত্রীদের জন্য একটা আনন্দের কথা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available