• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৫:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৫:৪০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

লাইফস্টাইল

অন্যদের থেকে সফল ও ধনী ব্যক্তিদের যে স্বভাবগুলো আলাদা

১২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:৫৪:২২

অন্যদের থেকে সফল ও ধনী ব্যক্তিদের যে স্বভাবগুলো আলাদা

লাইফস্টাইল ডেস্ক: সফল ব্যক্তিদের মৌলিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো, কাজের প্রতি তাদের অটুট প্রতিশ্রুতি থাকে এবং ব্যর্থতাকে তারা ভয় পায় না। তারা ব্যর্থতার সম্মুখীন হয় ঠিকই, কিন্ত তা শেখার প্রক্রিয়ার একটি অংশ হিসাবে ধরে নেয়। কোটিপতি ও সফলদের কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে, যা অন্যদের থেকে আলাদা তাদের করে। চলুন তাহলে জেনে নেওয়া যাক-

তারা ব্যর্থতাকে ভয় পায় না

সফল ব্যক্তিদের একটি দুর্দান্ত গুণ থাকে। যা জীবনে বড় অর্জনে সাহায্য করে তাদের। ব্যর্থতাকে ভয় পায় না তারা, বরং শিক্ষা নেয় ব্যর্থতা থেকে। ২০১৪ সালে বিজনেস ইনসাইডারের ইগনিশন কনফারেন্সে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোস বলেছিলেন যে ‌‘ব্যবসায় নতুন উদ্যোগ এমন পরীক্ষা যা ব্যর্থ হতে বাধ্য’। তিনি টাইম ম্যাগাজিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেছিলেন যে, অ্যামাজনের সফল হওয়ার ৩০% সম্ভাবনা রয়েছে।

অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী

সফল ব্যক্তিরা জীবনে বড় লক্ষ্য রাখেন। জীবনে উচ্চ লক্ষ্য নির্ধারণ করেন তারা এবং কঠোর পরিশ্রম করেন লক্ষ্য পূরণের জন্য, যা তাদের জীবনকে সুখী করে তোলে। তারা ক্রমাগত পরীক্ষা-নিরীক্ষা করেন। আশানুরূপ ফলাফল না হলেও হাল ছেড়ে দেন না তারা।

উদ্ভাবন এবং বৃত্তের বাইরের চিন্তা

ওপেন এআই এবং সমস্ত সাম্প্রতিক প্রযুক্তিগত উদ্ভাবন হলো বৃত্তের বাইরের চিন্তার উদাহরণ। সফল লোকেরা অন্যদের সঙ্গে কখনই দৌড়ায় না। তারা কখনোই অল্পতে থেমে যায় না।

প্রতিযোগিতামূলক মনোভাব

সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠার আগে বেশিরভাগ সফল ব্যক্তি তাদের ক্যারিয়ারে বাধা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হন। আন্তর্জাতিকভাবে প্রশংসিত আমেরিকান টক শো হোস্ট অপরাহ উইনফ্রে ‘দ্য অপরাহ উইনফ্রে শো’ আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হওয়ার আগে অনেকবার ব্যর্থ হয়েছিল। টেলিভিশন নেটওয়ার্ক (Oprah Winfrey Network) চালু করা তার ক্যারিয়ারে একটি বড় ধাক্কা ছিল, কিন্তু এটি তাকে জীবনে বড় অর্জন করা থেকে বিরত করেনি। আজ তিনি কোটিপতি নারী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩