পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে এক জেলের জালে ধরা পড়েছে ২০ লাখ টাকার লাক্ষা মাছ। ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল ফকিরের ট্রলারে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে মাছগুলো।
১৫ মার্চ শুক্রবার রাতে জেলেরা মাছগুলো ট্রলারে করে পাড়েরহাট মৎস্য বন্দরে নিয়ে আসেন। ট্রলারের জেলেরা জানান, গত ১০ মার্চ সাগরে যাওয়ার পর মাত্র দুই বার জাল ফেলে ৯২টি লাক্ষা মাছ ধরতে সক্ষম হয়েছেন। যার প্রতিটির ওজন ৭ থেকে ২০ কেজি পর্যন্ত। একবার সাগরে গিয়ে ফিরতে তাদের দুই সপ্তাহ সময় লাগে। তবে এবার সাগরে গিয়ে মাছ পাওয়ায় মাত্র ৫ দিনের মধ্যেই পাড়েরহাট মৎস্য বন্দরে তারা ফিরে আসতে পেরেছেন।
ট্রলারের মালিক দুলাল ফকির জানান, পরপর কয়েকবার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হয়েছে। তবে এবার একবারে ৯২টি লক্ষা মাছ পাওয়ায় ভালো দাম পাওয়া যাবে। আগের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে তিনি জানান।
পাড়েরহাট মৎস্য বন্দরের আড়তদার আবু আলী বলেন, এই মৎস্য বন্দরে আসা সমুদ্রগামী একটি ট্রলারে দুই টানেই ৯২টি লাক্ষা মাছ ধরা পড়েছে। যার প্রতিটির ওজন ৭ থেকে ২০ কেজির মধ্যে। ৯২টি লাক্ষা মাছ ২০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে।
পাড়েরহাট মৎস্য বন্দর সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন জানান, শুক্রবার রাতে মাছগুলো পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে পাইকারী ক্রেতাদের কাছে বিক্রির পর চট্টগ্রামে পাঠানো হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দাম অনেক বেশি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available