নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামবাসীর আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারি বৃহস্প্রতিবার বিকালে কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে লাঠি খেলাটি অনুষ্ঠিত হয়। লাঠি খেলা দেখতে নাটঘর ইউনিয়নসহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়।
এ সময় ঢাক, ঢোল আর সানাইয়ের শব্দে চারপাশ আলোড়িত হয়। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে নেচে লাঠি খেলে নানান অঙ্গভঙ্গির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও গ্রামীণ জনজীবনের নানা দিক প্রদর্শন করেন লাঠিয়ালরা।
তারপরই শুরু হয় লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়ার অসাধারণ দৃশ্য দেখে আনন্দিত হন মাঠে আসা হাজারো দর্শক। দর্শকদের করতালি আর হৈ-হুল্লোড়ে জাঁকজমকপূর্ণ হয়ে উঠে লাঠি খেলার আসর। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই লাঠিখেলা। কুড়িঘর গ্রামের একটি লাঠিয়াল বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করে খেলায়।
এ সময় উপস্থিত ছিলেন, নাটঘর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাকির সর্দার, বাবুল মেম্বার, মো. মাহফুজ রহমান, মো. দেলোয়ার হোসেন, মো. কাউছার মিয়া, শহিদুল্লাহ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available