• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:২৭:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:২৭:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পঞ্চগড়ে মাটিচাপা ও হাত-পা বাঁধা ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

৩ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৫০:০৫

পঞ্চগড়ে মাটিচাপা ও হাত-পা বাঁধা ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার পৃথক ২টি উপজেলায় টাবুল বর্মন (৪৮) ও নুরুল ইসলাম (৪০) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ সদস্যরা।

২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত সময়ে মাটি চাপা অবস্থায় টাবুলের মরদেহ উদ্ধার করা হয়। পঞ্চগড় সদরের চালকাহাট ইউনিয়নের ডলোপাড়া গ্রামের একটি আমবাগানের খালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা । 

অপরদিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সাঁওতালপাড়া ঘাট থেকে হাত-পা বাধা অবস্থায় নদী থেকে নুরুলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত টাবুল মাগুরা ইউনিয়নের লাখেরাজ ঘুমতি এলাকার হাগিরাম বর্মনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। অপর একজন নিহত ব্যক্তি নুরুল ইসলাম বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মুসলিমপুর কাউয়া খাল এলাকায় মৃত ইয়াসিন আলীর ছেলে। পেশায় তিনি একজন ভ্যান চালক।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, টাবুল বর্মন ৩১ জানুয়ারি বিকেল থেকে নিখোঁজ ছিল। এর মাঝে পরিবারের দায়ের করা জিডির প্রেক্ষিতে অভিযান চালিয়ে তার পরকিয়া প্রেমিকা ললিতা রানীসহ ললিতার মেয়ে মনিকা (২৩) ও মেয়ের জামাই প্রভাতকে আটক করে পুলিশ। ললিতার দেয়া তথ্যে মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

এদিকে, ২৭ জানুয়ারি ভ্যান নিয়ে প্রতিদিনের মতো বের হয়ে নিখোঁজ হয় চালক নুরুল ইসলাম। এর পর তিনি আর বাড়ি ফেরেননি। নিখোঁজের দুদিন পরে সাঁওতালপাড়া ঘাটে করতোয়া নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩