নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লুজ ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২ এর পক্ষ থেকে ঢাকার নবাবগঞ্জে মাদ্রাসা ও এতিমাখানায় খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে।
১৬ মার্চ শনিবার দুপুর ১২টায় উপজেলার বাহ্রা ইউনিয়নের বাহ্রা নাওপাড়া মাইলাইল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় রমজান উপলক্ষে খাদ্যপণ্য বিতরণ করা হয়৷ রমজানে এতিম শিশুদের জন্য চাল, ডাল, তেল, লবণ, পিঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যপণ্য পৌঁছে দেন সংস্থাটির সদস্যরা৷
পরে কোমরগঞ্জ বাজারে অবস্থিত এতিমখানার শিশুদের জন্য একই খাদ্যপণ্য পৌঁছে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লুজ ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২ এর সিনিয়র রিজিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদ উজ্জামান খান।
এছাড়াও তৌহিদ উজ্জামানের নিজ বাড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে খাদ্যপণ্য বিতরণ করেন৷ এসময় জোন চেয়ারপার্সন মোহাম্মদ হোসেনসহ সংস্থাটির অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
খাদ্যপণ্য পেয়ে এতিম শিশুরা বলেন, ‘প্রতিবছর লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লুজ ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২ আমাদের পাশে থাকেন৷ তৌহিদ উজ্জামান খান স্যার সবসময় আমাদের সুখ-দুঃখের কথা ভাবেন।’
সিনিয়র রিজিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদ উজ্জামান খান বলেন, ‘লায়ন্স ক্লাব সবসময় মানুষের কল্যাণে কাজ করে। যে কোনো দুর্যোগে মানুষের পাশে থেকে জনকল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available