• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫০:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫০:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মোংলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে লিফলেট বিতরণ

১১ আগস্ট ২০২৪ বিকাল ০৫:৪২:৫০

মোংলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে লিফলেট বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলার মিঠাখালী বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেছেন শিক্ষার্থীরা। ১১ আগস্ট রোববার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে ছাত্র নেতৃবৃন্দ বলেন, অনেক রক্তের বিনিময়ে দেশে ছাত্রজনতার গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। দেশের মধ্যে হাসিনা রেজিমের সুবিধাভোগীরা গণঅভ্যুত্থানের সফলতাকে ধ্বংস করতে সচেষ্ট আছে। কোনো ভাবেই ছাত্রজনতার এ বিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবে না।

দ্রব্যমূল্য যাতে গরীব-মেহনতি মানুষসহ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে তারজন্য সরকারকে সহযোগিতা করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কাজ করবে। হাসিনামুক্ত বাংলাদেশ নামক রাস্ট্রটিকে সংস্কারের কাজে ড. ইউনুসের নেতৃত্বের সরকারকে সহযোগিতা করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রস্তুত আছে এবং থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রূপসা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্সের ছাত্র আরাফাত আমীন দুর্জয়, ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিয়ারিং সাইন্স’র অনার্সের ছাত্র সাব্বির হাসান দীপ্ত, সরকারি সুন্দরবন কলেজের সমাজ বিজ্ঞানের অনার্সের ছাত্র পাবক, ছাত্রনেতা মঈন, সজীব, আশিক, মারুফ, ইসমাইল, তুহিন, সাজ্জাদ, ইমরান, মোংলার ইসলামি অ্যাকাডেমিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আবীর হাসান রিক্ত প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২