• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩১:২১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩১:২১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঢাকায় থানা থেকে লুণ্ঠিত পিস্তল সেনবাগে উদ্ধার

১৭ আগস্ট ২০২৪ বিকাল ০৩:১৩:০৫

ঢাকায় থানা থেকে লুণ্ঠিত পিস্তল সেনবাগে উদ্ধার

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে একটি ৯ এমএম পিস্তল সহ মো. মনির আহমদ (২১) নামের এক যুবককে স্থানীয় লোকজন আটক করে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করেছে। মনির আহম্মদ সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আহম্মদপুর গ্রামের হানিফ বাবুর্চির নতুন বাড়ির হানিফের ছেলে।

১৬ আগস্ট শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এলাকাবাসী অস্ত্র মনিরকে আটক করে উত্তমমাধ্যম দিয়ে আটক করে সেনবাগ সেনাক্যাম্পে খবর দিলে সেনাসদস্যের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটিসহ তাকে হাতেনাতে আটক করে।

এরপর সেনবাগ থানায় সংবাদ দিলে থানার কর্তব্যরত এসআই মোজাম্মেল হোসেন ঘটনাস্থল গিয়ে ৯ এমএম পিস্তলটি জব্দ করেন এবং আসামিকে থানায় নিয়ে আসে।

এক প্রেস ব্রিফিং এ সেনবাগ থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, ৫ আগস্ট ঢাকার এক থানায় হামলার ঘটনার পর অস্ত্রটি লুট হয়। অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হলেও এখনো বুলেট উদ্ধার করা সম্ভব হয়নি । বুলেটগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

সেনবাগ থানা পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তার চাচাতো ভাই মো. কাইয়ুম তাকে ঢাকা থেকে ৯ এমএম পিস্তলটি দিয়েছে। এ ঘটনায় সেনবাগ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩