• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৪:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৪:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ইজরায়েলি ৪ জিম্মিকে উদ্ধার অভিযানে ২১০ ফিলিস্তিনি নিহত

৯ জুন ২০২৪ সকাল ০৮:৩৪:৫১

ইজরায়েলি ৪ জিম্মিকে উদ্ধার অভিযানে ২১০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলে চার জিম্মিকে উদ্ধার অভিযানে ব্যাপক হামলা চালিয়েছে ইজরায়েল। এতে অন্তত ২১০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

৮ জুন শনিবার ফিলিস্তিনের গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে এ গণহত্যা চালায় দখলদার ইসরায়েল বাহিনীর সদস্যরা। এ ঘটনায় আহত হয়েছেন ৪ শরও বেশি।

আহতদের শরণার্থী ক্যাম্প আল আওদা এবং দেইর এল-বালাহর আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিস।

যে চার জিম্মিকে আজ উদ্ধার করা হয়েছে তাদের ৭ অক্টোবর একটি গানের অনুষ্ঠান থেকে ধরে গাজায় নিয়ে গিয়েছিল হামাসের যোদ্ধারা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, উদ্ধাররা হলো- নোয়া আরগামানি (২৫), আলমোগ মের জান (২১), আন্দ্রে কোজলোভ (২৭) ও সলমি ঝিভ (৪০)।

‘জটিল’ অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। নুসেইরাতের আলাদা দুটি জায়গা থেকে ৪জনকে উদ্ধার করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও পুলিশের সদস্যরা ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, জিম্মিদের উদ্ধারের সময় নুসেইরাতে জল, স্থল ও আকাশ তিন দিক থেকেই হামলা চালানো হয়।

হামলায় হতাহতের বিষয়ে কিছু জানায়নি ইসরায়েল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জানা যায়, চারজনকে উদ্ধার করতে গিয়ে সেখানে ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে তারা।

হামাস নেতা সামি আবু জুহরি রয়টার্সকে বলেছেন, ৯ মাস যুদ্ধ করার পর চার জিম্মিকে উদ্ধার করার বিষয়টি ইসরায়েলের জন্য একটি ব্যর্থতা। এটি কোনো অর্জন নয়।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩