ঢাকা কলেজ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ঢাকা কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের জীবন নিয়ে প্রামাণ্যচিত্র, শহীদদের স্মরণে দেয়ালিকা উদ্বোধন, কালো ব্যাচ ধারণ, পুষ্পস্তবক অর্পণসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে ঢাকা কলেজ কর্তৃপক্ষ।
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির সূচনা করে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। এরপর কলেজের আ.ন.ম খুররম অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবীদের কর্মময় জীবন এবং মুক্তিযুদ্ধে তাদের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, একটি রাষ্ট্র চলে দুইটি কাঠামোর ওপরে, একটি প্রশাসনিক অন্যটি বুদ্ধিভিত্তিক। পাকিস্তানিরা এদেশের হাজার বছরের কৃষ্টি-কালচার নিয়ে গবেষণা করে বুঝতে পেরেছিল, এ জাতির ভিত্তি বুদ্ধিভিত্তিক। বুদ্ধিজীবীরা একটা জাতিকে জাগ্রত রাখে। তাই তারা সেদিন এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল।
তরুণদের দেশ প্রেমের আহ্বান করে তিনি বলেন, এদেশের যুবকদের দেশ প্রেমে জাগ্রত হতে হবে। দেশ প্রেমের মাধ্যমে তারা দেশের উন্নতির জন্য কাজ করবে। তাদের নৈতিকভাবে গড়ে তোলতে পারলে তরুণ প্রজন্ম দেশপ্রেমিক হিসেবে বেড়ে উঠবে।
আলোচনা সভা শেষে ঢাকা কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ বায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি সালাম প্রদর্শন ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ঢাকা কলেজের সাহিত্যিক, চিকিৎসক, শিক্ষাবিদ তিন কৃতি শিক্ষার্থী ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে শাহাদত বরণ করেন। তারা হলেন, মোফাজ্জেল হায়দার চৌধুরী, এ আর খান খাদিম ও ডা. মোহাম্মদ ফজলে রাব্বী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available