ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে কিশোরগঞ্জের ইটনায় পালিত হয়েছে মহান ভাষাশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২১ ফেব্রুয়ারি বুধবার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের শহীদ বেদীতে সর্বস্তরের জনসাধারণ উপস্থিত হয় এবং ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন করেছে ইটনা উপজেলা শাখা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ইটনা থানার সব পুলিশ সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
এসময় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হোসেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিন ও প্রভাষকবৃন্দ, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসমাইল হোসেন, ইটনা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর (খসরু), বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ আরও অনেকে।
এদিন সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available