• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৩:৩৮ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৩:৩৮ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

১ দিনের ব্যবধানে মরিচের দাম কমলো ১৪০ টাকা

১৮ আগস্ট ২০২৪ সকাল ১০:২৬:১৭

১ দিনের ব্যবধানে মরিচের দাম কমলো ১৪০ টাকা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের বিভিন্ন খুচরা সবজির বাজারে কাঁচা মরিচ ৩৮০ থেকে কমে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে ১৪০ টাকা। তবে, আমদানি নির্ভর কাঁচা বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় একদিনের ব্যবধানে দাম কমেছে কাঁচা মরিচের দাম এমনটাই জানিয়েছেন বিক্রেতারা। বাজারে মরিচের দাম কমায় কিছুটা স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, মানিকগঞ্জের ভাটবাউর সবজির আড়তে আজ প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৮০ টাকায়। যা গতকালকের তুলনায় প্রায় অর্ধেক। আর ১৮০ টাকার মরিচ মানিকগঞ্জের পৌর কাঁচা বাজার, শহরের নিমতলী বাজারসহ এই মরিচ মানভেদে বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকায়। মরিচের দাম বাড়া এবং কমার বিষয়টি এখন ক্রেতাদের মুখে মুখে।

একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেন উঠানামা করছে এই প্রশ্নের জবাবে ভাটবাউর সবজির আড়তের ব্যবসায়ী আলী হোসেন জানান, মূলত দুই কারণে মানিকগঞ্জে কাঁচা মরিচের দাম উঠানামা করছে-

প্রথমত, মানিকগঞ্জে স্থানীয়ভাবে যেসব স্থানে মরিচ উৎপাদিত হতো সেসব খেতের মরিচ গাছগুলো নষ্ট হয়ে গেছে। যার জন্য স্থানীয়ভাবে সরবরাহ বন্ধ রয়েছে। দ্বিতীয়ত, মানিকগঞ্জ এখন আমদানিকৃত মরিচের উপর নির্ভরশীল। শুক্রবার ও শনিবার ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছে এবং রবিবার আমদানি হওয়ায় মরিচের দাম আবার কমেছে।

শহরের নিমতলী বাজারের খুচরা বিক্রেতা লাভলু জানান, বাজারে সরবরাহ কম থাকায় হু হু করে কাঁচা মরিচের দাম বাড়ে আবার সরবরাহ থাকলে দাম কম থাকে। আর কোন সবজির দাম বেশি বাড়লে সবচেয়ে বেশি বিপদে পড়তে হয় আমাদের। ক্রেতারা ভাবে আমরা ইচ্ছামত নিজেরাই দাম বাড়িয়েছি।

ক্রেতা আসাদুজ্জামান বলেন, বাজারে যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম উঠানামা করছে তাতে আমাদের অবস্থা খুবই নাজুক। গতকাল শুনেছি মরিচের প্রতিকেজি ৩৮০ টাকা আবার আজ দেখি ২৪০ টাকা। সপ্তাহখানিক আগে এই মরিচ কিনেছিলাম ১৮০ টাকা করে। কাঁচামালের দাম এমন উঠানামা করলে আমাদের কি অবস্থা হয় বলেন?

কাঁচা মরিচ কিনতে গিয়ে রীতিমতো বিস্মিত স্কুল শিক্ষক লিটন আলী। তার সাথে কথা হলে তিনি বলেন, সব সবজির দাম গত সপ্তাহের তুলনায় বাড়তি। ৩৮০ টাকা কেজি কাঁচা মরিচের দাম শুনে বাজারে এসে দেখি আজ ২৪০ কেজি।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, কাঁচা মরিচ আমদানি নির্ভর হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছিল তবে আমদানি হওয়ায় আজ কমেছে। আর স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচা মরিচের সরবরাহ না থাকায় দাম বৃদ্ধি পেয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ