• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:০৬:৩৫ (27-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:০৬:৩৫ (27-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ববি শিক্ষার্থীদের উদ্যোগে ন্যায্যমূল্যে সবজি বিক্রি

৪ নভেম্বর ২০২৪ দুপুর ১২:২৫:১৮

ববি শিক্ষার্থীদের উদ্যোগে ন্যায্যমূল্যে সবজি বিক্রি

ববি প্রতিনিধি: সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য ঠেকাতে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় শাকসবজি বিক্রি শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা।

৪ নভেম্বর সোমবার সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলার রোডে ন্যায্যমূল্যে সবজি বিক্রির এ কার্যক্রম শুরু করেন তারা। ভ্রাম্যমাণ এ বাজারে ক্রেতাদের ভিড় দেখা গেছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে লাউ সাইজ অনুযায়ী ৩৫ থেকে ৫০ টাকা, করলা কেজি ৫০ টাকা, পেঁপে কেজি ৩৫ টাকা, পটল কেজি ৫০ টাকা, মূলা প্রতি কেজি ৩০ টাকা, লাফা কেজি ৫৫ টাকা, কুমড়া কেজি ৫৫ টাকা, লেবুর হালি ১৫ টাকা, জলপাই কেজি ৩৫ টাকা, শাকের আঁটি ১৫ টাকা, কাঁচা মরিচ কেজি ১২০ টাকা, শিম কেজি ১২০ টাকা, ধনিয়া পাতা ১১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

উদ্যোক্তা মমিনুল ইসলাম রানা জানান, বর্তমানে বাজার মূল্য আসলে অনেক বেশি। বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের কারণে সবজি কিনতে গিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ নাজেহাল হয়ে যায়। সেই কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আমরা সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি, বাজার সিন্ডিকেট ভাঙার উদ্দেশ্য কৃষক থেকে যে দামে বা আরত থেকে যে দামে মাল কিনবো সেই দামেই আমরা ক্রেতাদের হাতে তুলে দিব।

ন্যায্যমূল্যে পণ্য কিনতে আসা একজন ক্রেতা জানান, এরকম বিক্রি হলে আমরা জনসাধারণ কম দামে খেতে পারবো এবং আমাদের সুবিধা হবে। এখানে আমরা যে দামে সবজি পাচ্ছি তা বাজারের তুলনায় অনেকটাই কম।

আরেক ক্রেতা জানান, শিক্ষার্থীদের প্রশংসনীয় উদ্যোগ এটি। মানুষ স্বল্প মূল্যে যেখানে পাবে সেখান থেকেই বাজার করবে। তবে, প্রশাসনের আরও শক্তভাবে বাজার মনিটরিং করা উচিত। আর শিক্ষার্থীরা যে বাজার বসিয়েছে তা সাধারণ মানুষের খুবই কাজে আসবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ দল
২৭ নভেম্বর ২০২৪ সকাল ০৯:৫৬:৪৮