স্টাফ রিপোর্টার, ফরিদপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ দেশের হিন্দু ভাইদের আমি সংখ্যালঘু বলতে চাই না। তারাও আমাদেরই মতো আরেকজন। আমার ভাই, আমার বোন, আমার চাচা, তাদেরকেও আমাদের রক্ষা করতে হবে।
১২ আগস্ট সোমবার বিকেলে নগরকান্দা গার্লস স্কুল মাঠে বিএনপির এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল তালুকদার। শান্তি সমাবেশ শেষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেরা শামা ওবায়েদকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমি তাদের স্যালুট জানাই। এই নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। কেউ যেনো কোথাও কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
তিনি আরও বলেন, আমাদের বাংলায় কেউ কোন হিন্দুদের বাসাবাড়ি, মন্দির ও দোকানপাটে আক্রমণ করবেন না। তাহলে আমাদের সাথে আওয়ামী লীগের কোন পার্থক্য থাকবে না। যারা মানুষের উপরে অত্যাচার করবে, চাঁদাবাজি করবে, তাদের কিন্তু সেনাবাহিনী ধরবে। কেউ রেহাই পাবে না।
সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক সরাফত আলী শরীফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুল হাসান মিরান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়বুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available