• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৯:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৯:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে জনগণ নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবো: শামীম ওসমান

২১ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:৫৪:৪৩

নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে জনগণ নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবো: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নির্বাচন কমিশনের কঠোর নিষেধ আছে, অনুমতি ছাড়া কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি রাজনৈতিক প্রোগ্রাম করতে পারবে না। তারপরও গতকাল আমি দেখেছি, আমার এলাকায় ফতুল্লাতে ধ্বংসাত্মক কাজ চালানো হয়েছে। এটা হচ্ছে, মানুষের মনে ভীতি সৃষ্টি করার একটা অপপ্রয়াস এবং যেই ঘটনাটি গতকাল ঘটেছে ট্রেনের ভিতরে। সে ঘটনা দেখার পর আমি এখনও মানসিকভাবে সুস্থ না৷ 

তিনি আরও বলেন, কাল যখন আমার নাতী আমার কোলে ছিলো ওই সময় আমাকে একজন সাংবাদিক ঢাকা থেকে ভিডিও ফুটেজটা পাঠালেন। একটা বাচ্চা তার মাকে জড়িয়ে আগুনে পুড়ে মারা গেছে। এই দৃশ্য দেখার পরে আমার বিশ্বাস যে আপনারও সুস্থ নাই, আমিও সুস্থ নাই। তাই আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করবো, যারা এই কাজগুলো করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। যদি নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা জনগণ নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবো।

২০ ডিসেম্বর বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, নির্বাচন উৎসবমুখর করার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা সেটা করবো এবং আমার বিশ্বাস নির্বাচন উৎসবমুখর হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, এই দেশে কিছু ইবলিশ শয়তান আছে, এই ইবলিশ শয়তানরা ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিলো।

তিনি বলেন, আমি আমার মতো নিয়ম কানুন মেনে নির্বাচন করছি। নির্বাচন কমিশন যেদিন নির্বাচন ডিক্লেয়ার দিয়েছেন আমি একা গিয়েছি মনোনয়ন পত্র আনতে। আমার অনেক নেতাকর্মী আমার উপর কষ্ট পেয়েছে। আমার প্রতীক আনতে আমি যাই নাই, আমার সিনিয়র নেতাকর্মী ও আমার সন্তান গিয়েছেন। কারণ, আমি যদি ওইখানে যেতাম ৫০-৬০ হাজার লোক উপস্থিত হতো, রাস্তা ঘাট বন্ধ হয়ে যেতো। আমরা নির্বাচন কমিশনের সমস্ত আইন মেনে চলছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২