• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৯:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৯:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খাগড়াছড়িতে বিষাদের সুরে দেবী দুর্গাকে বিদায়

১৪ অক্টোবর ২০২৪ দুপুর ১২:৩৫:৪৬

খাগড়াছড়িতে বিষাদের সুরে দেবী দুর্গাকে বিদায়

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে। তাদের কামনা, বিনাশ ঘটুক অশুভ শক্তির ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক জগৎ।

মহাষষ্ঠীর সকালে মণ্ডপে মণ্ডপে ত্রিণয়নী দশভুজা দেবী বন্দনার সূচনা হয়েছিল আনন্দ আয়োজনে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হলো তার সমাপন। ১৩ অক্টোবর রোববার পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ঢল নামে পূর্ণার্থীদের।

তিথি অনুযায়ী, ১২ অক্টোবর শনিবার মহানবমী পূজার পরই অনুষ্ঠিত হয় বিহিত পূজা আর দর্পণ বিসর্জন। সেই অনুযায়ী শনিবার দুর্গতিনাশিনী দেবীর প্রস্থান হলেও রোববার আনন্দময়ীকে প্রতীকী বিদায় জানান ভক্তরা। দীর্ঘ শোভাযাত্রা শেষে খাগড়াছড়ির চেঙ্গী নদীতে পূর্ণার্থীরা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

স্বামীগৃহ কৈলাস থেকে কন্যারূপে মর্ত্যলোকে এসে যে দেবী জগৎকে ভাসিয়েছেন উৎসব-আনন্দে, তাকে বিদায় জানাতে গিয়ে ভক্তদের মনে বিষাদ। মায়ের প্রস্থানে মঙ্গল ও শান্তি কামনা আর অশুভ শক্তি বিনাশের প্রার্থনা ভক্তদের। দোলায় আগমনের পর এবার দেবী দুর্গা মর্ত্যলোক প্রস্থান করলেন ঘোড়ায় চড়ে।

নিরাপদে প্রতিমা বিসর্জনে এবার সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের উপস্থিতি ও তৎপরতা ছিল ব্যাপক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩