বিনোদন ডেস্ক: চলতি বছড় জানুয়ারিতে মুক্তি পাওয়া পাঠান সিনেমার গগনচুম্বী সাফল্যে শাহরুখ দেখছেন আশার আলো। একই সঙ্গে তার পরবর্তী সিনেমাগুলো নিয়েও দর্শকদের রয়েছে বাড়তি প্রত্যাশা।
২০২৩ সালে শাহরুখ খানের আরও ২টি সিনেমা মুক্তির কথা রয়েছে। এর মধ্যে প্রথমে মুক্তি পাবে জাওয়ান। গত বছর প্রকাশিত টিজারে শুধু এক চোখ বের করা এবং সারা মুখে ব্যান্ডেজে মোড়ানো শাহরুখকে দেখেই সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশার পারদ চরমে উঠেছে।
১০ জুলাই সোমবার সকালে প্রকাশিত হয়েছে জাওয়ানের ট্রেইলার। টিজারে শুধু শাহরুখের একটি লুক দেখা গেলেও ট্রেইলার দেখে সেটি নিঃসন্দেহে আকাশ ছুঁয়েছে। মাত্র সোয়া ২ মিনিটের ট্রেইলারেই যে বলিউডের বাদশাহকে অন্তত ৪ টি ভিন্ন লুকে দেখা গেছে।
কখনো লাল শার্টে ক্লিনশেভড চার্মিং রোমান্টিক লুকে, কখনো সেনা সদস্যের বেশে, আবার কখনো আধা মুখোশ পরে তীক্ষ্ম চাহনিতে দেখা গেছে শাহরুখকে। তবে আসল চমক লুকিয়ে ছিল ট্রেইলারের শেষদিকে। মুখে বাঁধা ব্যান্ডেজ খুলেই নিজের ন্যাড়া লুকে চমকে দেন কিং খান। এ রূপে তাকে আগে কখনো দেখা যায়নি।
জাওয়ান সিনেমায় শাহরুখ খানকে ২ ধরনের চরিত্রে দেখা যাবে। একটিতে তিনি নায়ক, অন্যটিতে তিনি ভিলেন। ট্রেইলারে শাহরুখকে বলতে শোনা যায়, আমি যখন ভিলেন হই তখন আমার সামনে কোনো নায়ক টিকতে পারে না।
ট্রেইলারে বহরূপী শাহরুখ মূল আকর্ষণ হলেও দর্শকদের জন্য ছিল সিনেমার অন্যান্য আকর্ষণও। দক্ষিণী ধাঁচে ধুন্ধুমার অ্যাকশন, কমেডি, রহস্য-রোমাঞ্চে ঘেরা প্লট আর তারকাবহুল- সব মিলিয়ে জাওয়ান যেন একটি কম্পলিট প্যাকেজ।
শাহরুখের নিজের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত জাওয়ান সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা নয়নতারা। পাশাপাশি দেখা যাবে খ্যাতনামা অভিনেতা বিজয় সেথুপতিকে। এছাড়া, বিশেষ চরিত্রে হাজির হবেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার এবং প্রযোজনা করেছেন গৌরি খান।
একই সাথে সঞ্জয় দত্ত, প্রিয়ামনি, সানিয়া মালহোত্রা এবং কমেডি তারকা সুনীল গ্রোভারকে দেখা যাবে এ সিনেমায়। একটি আইটেম গানে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও। হিন্দির পাশাপাশি আগামী ৭ সেপ্টেম্বর জাওয়ান মুক্তি পাবে তামিল ও তেলুগু ভাষায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available