• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:০৮:৪০ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:০৮:৪০ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

সেশনজটের শঙ্কায় হাবিপ্রবি শিক্ষার্থীরা

৪ জুলাই ২০২৪ সকাল ০৮:২১:২০

সেশনজটের শঙ্কায় হাবিপ্রবি শিক্ষার্থীরা

হাবিপ্রবি প্রতিনিধি: সর্বজনীন পেনশন স্কিম ’প্রত্যয়’ বাতিলসহ কয়েক দফা দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। এরই ধারাবাহিকতায় ১ জুলাই সোমবার থেকে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

হাবিপ্রবিসহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এ অচলাবস্থার কারণে সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীরা। তবে অতিরিক্ত ক্লাস নিয়ে তা সমাধান করার কথা জানিয়েছেন শিক্ষকরা।

শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি, ক্লাস-পরীক্ষা বন্ধের পাশাপাশি হল প্রাধ্যক্ষের অফিস বন্ধ থাকবে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল হওয়ার কথা ছিল। শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির কারণে কিছু বিভাগ পরীক্ষা স্থগিত করেছে।

করোনার কারণে বিশ্ববিদ্যালয় প্রায় দেড় বছর বন্ধ থাকায় যে সেশনজট তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছিল বিভাগগুলো। ৬ মাসের সেমিস্টার ৪ মাসে শেষ করার পরিকল্পনাও নেয় কোনো কোনো বিভাগ। তবে বর্তমানে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা একাডেমিক দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

শিক্ষার্থীরা এ আন্দোলনের বিষয়ে বলেন, ‘সার্বজনীন পেনশন স্কিম বাতিলসহ নানা দাবিতে শিক্ষকেরা সর্বাত্মক কর্মবিরতি পালন করার কারণে আমাদের উপর বিরূপ প্রভাব পড়ছে। করোনার কারণে সব ডিপার্টমেন্টেই সেশনজট বেঁধে আছে, সেগুলো আরও বাড়তে পারে । এতে আমাদের মধ্যে সেশনজটের শঙ্কা যেমন বাড়ছে, তেমনি আমরা শিক্ষামূলক কার্যক্রম থেকেও ক্রমে দূরে সরে পড়ছি।’

তবে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সাদেকুর রহমান বলেন, ‘এই আন্দোলনটা সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে হচ্ছে। শিক্ষার্থীরা যদি সেশনজটে পড়ে তাহলে অবশ্যই বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের একটা কেন্দ্রীয় সিদ্ধান্ত আসতে পারে। তখন আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে যাবো। সেই সাথে হাবিপ্রবির শিক্ষকবৃন্দ আলোচনা করবো, কীভাবে শিক্ষার্থীদের সেশনজট কাটানো যায়। আমরা শিক্ষকরা সবসময়ই শিক্ষার্থীদের প্রতি আন্তরিক। আমরা শিক্ষার্থীদের গুণগত মানের শিক্ষা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। চলমান কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের ন্যূনতম ক্ষতিও আমরা কাটিয়ে দিতে চাই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮