• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৭:৫৫:৩৯ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৭:৫৫:৩৯ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় বিক্ষোভ মিছিলে হামলা, ৬ শিক্ষার্থী গুলিবিদ্ধ

৩ আগস্ট ২০২৪ বিকাল ০৪:৫১:৪৯

কুমিল্লায় বিক্ষোভ মিছিলে হামলা, ৬ শিক্ষার্থী গুলিবিদ্ধ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কর্মসূচিতে যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৩ জুলাই শনিবার বেলা সোয়া একটার দিকে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে। এতে ২৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৬ জন গুলিবিদ্ধ।

বেলা ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পুলিশ লাইনস এলাকা অতিক্রম করলে পেছন থেকে ইটপাটকেল ছুড়তে থাকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা তাঁদের ৯ দফা দাবিতে কুমিল্লা জিলা স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ফৌজদারি হয়ে পুলিশ লাইনসের দিকে যাচ্ছিলেন। মিছিলটি রেসকোর্স এলাকায় পৌঁছালে পেছন থেকে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ধাওয়া দেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে বাধা দেওয়ার একপর্যায়ে পুলিশ অন্তত ৩০ রাউন্ড গুলি নিক্ষেপ করেন। এতে ৬ জন গুলিবিদ্ধসহ ২০ জন আন্দোলনকারী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সেখ ফজলে রাব্বি বলেন, পাঁচজনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তাঁরা গুলিবিদ্ধ হয়েছেন কি না তা এখনই বলা যাচ্ছে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জান্নাতুল ইভা বলেন, ‘আমাদের অনেকে আহত হয়েছেন শুনেছি। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রদিবাদ জানাচ্ছি।

চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য সরকার জানান, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় আমরা শিক্ষার্থীদের শান্ত করে ফিরিয়ে দিচ্ছিলাম। এ সময় ইউএনও এবং আমি গাড়িতে ছিলাম। হঠাৎ করে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা আমার গাড়িতে আগুন লাগিয়ে দেন। এ সময় আমরা গাড়ি থেকে বের হয়ে যাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
১৮ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৪৩:২৫







কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ২৫ অক্টোবর
১৮ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৩:১৫

মিয়ানমার থেকে গুলিবর্ষণ, সরাসরি টেকনাফ বন্দরে আঘাত
১৮ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩০:১৪