• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪৯:৫৪ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪৯:৫৪ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পঞ্চগড়ে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

১ অক্টোবর ২০২৪ দুপুর ০২:০০:০৪

পঞ্চগড়ে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ (বিদ্যালয় ও মাদ্রাসা) ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন মাধ্যমিক পর্যায়ের শিক্ষকেরা।

১ অক্টোবর মঙ্গলবার দুপুরে মাধ্যমিক শিক্ষা পরিবারের (মাধ্যমিক ও মাদ্রাসা) আয়োজনে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে পাঁচ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার তিন শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড়ের সভাপতি ও বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও রাজনগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান জহিরুল ইসলাম জহির, সদর উপজেলার সিপাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম মন্ডল, হাড়িভাসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামস কিবরিয়া প্রধান, সুরিভিটা দাখিল মাদরাসার সুপার সাইফুল্লাহ, আটোয়ারী উপজেলার লক্ষ্মীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। অথচ তারাই বিগত সময়ে নানাভাবে বৈষম্যের শিকার হয়েছেন। ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের বাজারে একজন বেসরকারি শিক্ষক কর্মচারী সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। স্ত্রী সন্তানদের নিয়ে দুইমুঠো ভাত শান্তিতে তারা খেতেও পারেন না। বাংলাদেশে সরকারি শিক্ষকদের সাথে নিজের সন্তানের মত আচরণ করা হলেও বেসরকারিদের ক্ষেত্রে বিমাতা সুলভ আচরণ করা হয়। সরকারি চাকুরীজীবীরা বাড়ি ভাড়া, চিকিৎসাভাতা, বোনাস, ইনক্রিমেন্টসহ নানা সুযোগ সুবিধা খুব সহজে পেয়ে থাকেন। আমরা বেসরকারি চাকুরিজীবীরা তাদের অর্ধেকেরও কম পাই। এ যেন এক দেশে দুই নীতি। অবিলম্বে বেসরকারি (মাধ্যমিক ও মাদ্রাসা) শিক্ষকদের জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি করেন বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসকের কার্যালয়ের অভিমুখে রওনা হন। সেখানে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় স্মারকলিপিটি গ্রহণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শিবচরে সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৪৯:৫০









ফকিরহাট ভোররাতে গনি মঞ্জিলে চুরি
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২০:১৮