• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৪:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৪:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাকরি ফিরে পেতে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ২ শিক্ষক

১৫ অক্টোবর ২০২৪ সকাল ১১:০৪:২৬

চাকরি ফিরে পেতে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ২ শিক্ষক

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভার মডেল কলেজ থেকে পদত্যাগ করে কর্মস্থল ত্যাগের পর আবারও চাকরিতে ফিরতে মিথ্যা মামলা দায়েরসহ বিভিন্ন অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। শেখ হাসিনার শাসনামলে আওয়ামী লীগের দলীয় ক্ষমতা ব্যবহার করে প্রতিষ্ঠানটির কর্তৃত্ব দখল করলেও খোলস পাল্টে এখন তারাই হয়েছেন বিএনপির লোক।

সম্প্রতি কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দায়িত্ব থেকে পদত্যাগ করে কর্মস্থল ত্যাগ করেন দর্শন বিভাগের প্রভাষক মোহাম্মদ হোসেন রানা ও ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক রমজান আলী। তবে কর্মস্থলে আবারও ফিরে আসতে মরিয়া হয়ে উঠেছেন বিতর্কিত এই দুই প্রভাষক।

কলেজ সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগের শাসনামলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সহযোগিতায় প্রতিষ্ঠানটির কর্তৃত্ব দখল করেন কতিপয় শিক্ষক। আওয়ামীপন্থী শিক্ষক দর্শন বিভাগের প্রভাষক মোহাম্মদ হোসেন রানা ও ভূগোল বিভাগের প্রভাষক আলী হোসেনের পৃষ্ঠপোষকতায় কলেজে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ছাত্রলীগের দলীয় কার্যক্রম। শিক্ষা বোর্ডের নিয়মবহির্ভূত একটি নির্দেশনার মাধ্যমে আওয়ামীপন্থী শিক্ষকরা পাল্টে ফেলেন কলেজের পরিচালনা ব্যবস্থা। ২৬ বছর ধরে অধ্যক্ষের দায়িত্বে থাকা মো. তৌহিদ হোসেনকেও জোরপূর্বক সরিয়ে দেন তারা। শিক্ষার্থীদের বিরোধিতার মুখেও পুনরায় নিয়োগ দেয়া হয় সমকামিতার অভিযোগে একাধিকবার বহিষ্কৃত ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক রমজান আলীকে।

আওয়ামীপন্থী শিক্ষকদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড এবং ছাত্রলীগের হাতে সাধারণ শিক্ষার্থীদের মারধরের কয়েকটি ঘটনায় বিভিন্ন সময় বিক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা। তবে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পারভেজ মোশারফ সম্পদ ও সাধারণ সম্পাদক রুবায়েত শাহরিয়া শান্তর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ভয়-ভীতি দেখিয়ে নিয়ন্ত্রণে রাখা হতো পরিস্থিতি।

তবে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ আগস্ট থেকে কলেজের শিক্ষার্থীরা বিতর্কিত শিক্ষকদের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামে। কয়েকদিনের অব্যাহত আন্দোলনের মুখে ১৮ আগস্ট পদত্যাগ করেন জোরপূর্বক অধ্যক্ষের পদে থাকা ভূগোল বিভাগের বর্তমান প্রভাষক আলী হোসেন। এছাড়া পদত্যাগের পর কর্মস্থল ত্যাগ করেন দর্শন বিভাগের প্রভাষক মোহাম্মদ হোসেন রানা ও সমকামিতায় অভিযুক্ত ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক রমজান আলী।

শিক্ষার্থীদের আন্দোলনে পুনরায় অধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহণ করেন প্রতিষ্ঠানটির বৈধ অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন। তার দায়িত্ব গ্রহণে দীর্ঘদিন পর কলেজে ফিরে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফিরে আসে স্বস্তি।

এদিকে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলায় আসামি হয়েছেন আওয়ামীপন্থী ওই শিক্ষকরা।

তবে পদত্যাগ করলেও সম্প্রতি আবার কলেজে ফিরতে আওয়ামী লীগ থেকে ভোল পাল্টে নিজেকে বিএনপির লোক হিসেবে পরিচয় দিয়ে এখন বিভিন্ন দপ্তর ও বিএনপি নেতাদের দ্বারে দ্বারে ধরনা দিচ্ছেন মোহাম্মদ হোসেন রানা ও রমজান আলী। এছাড়া গত ২০ আগস্ট অধ্যক্ষকে বিবাদী করে রমজান আলী আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলাটিকে উদ্দেশ্যমূলক দাবি করে সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন বলেন, কয়েক বছর ধরে প্রতিষ্ঠান দখল করে রাখে আওয়ামী লীগের অনুসারীরা। ছাত্রদের আন্দোলনে দখলদাররা বিতাড়িত হওয়ার পর এখন তারাই উল্টো মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানির চেষ্টা করছে। অসৎ উদ্দেশ্যে দায়েরকৃত এই মামলার কোনো ভিত্তি নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, রানা ও রমজান জুলাই অভ্যুত্থানে ছাত্রলীগের পক্ষে কাজ করেছেন। তারা দুইজনই ছাত্র হত্যা মামলার আসামি। এতদিন তাদের আওয়ামী লীগের লোক বলেই চিনতাম। তবে কয়েকদিন ধরে এরা দেখছি বিএনপির নেতাদের পিছে ঘুরছে। এসব অনুপ্রবেশকারীদের ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।

হত্যা মামলার আসামিদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে। খুব শীঘ্রই সব আসামিরা গ্রেফতার হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩