নড়াইল প্রতিনিধি: নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় কলেজের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের জিবির সভাপতি মো. লিয়াকত আলী।
এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় ও আন্তর্জাতিক টেবিল টেনিস তারকা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও চ্যাম্পিয়ন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট খন্দকার মাহবুব বিল্লাহ, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাফায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার গাজী আজিজুর রহমান, মাওলানা মো. আব্বাস আলী আকঞ্জি, আব্দুল মান্নান, শেখ আকিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত কুমার রায়, অতুল কৃষ্ণ বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুস সবুর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন গাজী, সমাজ সেবক শাহা নেওয়াজ আলো, অ্যাডভোকেট সোহেলী পারভীন শিলিসহ আরও অনেকে।
এ কলেজ থেকে মৃত্যু ও অবসরজনিত কারণে বিদায় নেয়া ১২ জন শিক্ষক-কর্মচারীকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের যারা জীবিত আছেন তারা পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন। অপরদিকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available