শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: ‘মেধাবীরা গড়বে সোনার বাংলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর সনদপত্র, বৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বৃত্তিপ্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা।
শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের পরিচালক মো. কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যাক্স গ্রুপের এজিএম প্রকৌশলী মো. মুজিবুর রহমান রাজিব, শাহরাস্তি কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলী আজগর মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী চমক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মোস্তফা কামাল, মেসার্স খোরশেদা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ সাইফুল করিম মিনার।
উপস্থিত ছিলেন,শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রী কলেজের প্রভাষক মো. কাজী সোহাগ হোসেন, কচুয়া সাচার সোনালী ব্যাংক শাখার ম্যানেজার মো. হাসান আহমেদ, খিলা বাজার সপ্রাবি'র প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, মনিপুর সপ্রাবি'র প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, খেড়িহর সপ্রাবি'র প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল কুদ্দুস লিটন, উঘারিয়া সপ্রাবি'র প্রধান শিক্ষক মো. শেখ মুজিবুর রহমান, শোরসাকযুক্ত সপ্রাবি'র প্রধান শিক্ষক নাজমা বেগম, অভিভাবক নিজমেহার মডেল সপ্রাবি'র সহকারী শিক্ষিকা পারভিন সুলতানা, ফাউন্ডেশনের সদস্য সচিব ও শোরসাকযুক্ত সপ্রাবি'র সহকারী শিক্ষক বিজয় লাল দে।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন, দক্ষিণ দেবকরা সপ্রাবি'র সহকারী শিক্ষক মো. আবদুর রহিম, শিলা বাজার সপ্রাবি'র সহকারী শিক্ষক মো. মোতাহের হোসেন, রায়শ্রী সপ্রাবি'র সহকারী শিক্ষক মো. আলাউদ্দিন, উঘারায়া সপ্রাবি'র সহকারী শিক্ষক মোহাম্মদ হোসাইন, দেবীপুর সপ্রাবি'র সহকারী শিক্ষক মো. শাহ এমরান, বাদিয়া সপ্রাবি'র সহকারী শিক্ষক মো. হারুনুর রশিদ শেখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীজন।
শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পশ্চিম হাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কাইফা শরীফ।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২০৯জন শিক্ষার্থী মেধাবৃত্তি অর্জন করেন। এতে গোল্ডেন ট্যালেন্টপুল ২০ জন, ট্যালেন্টফুল ৪১জন ও সাধারণ গ্রেডে ১৪৮জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available