ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। ১২ অক্টোবরের ১টি কোর্সের পরীক্ষা পিছিয়ে ১১ ডিসেম্বরে করায় তীব্র সেশন জটের আশঙ্কায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
১১ অক্টোবর বুধবার বিকেল ৪টায় ঢাকা কলেজের মূল ফটকে অবস্থান নিয়ে সাত কলেজের অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীরা সাত কলেজ প্রশাসনের প্রতি তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা সাত কলেজ প্রশাসন ও শিক্ষকদের দায়িত্বজ্ঞানহীন হিসেবে আখ্যায়িত করেন। এসময় তারা সাত কলেজ প্রশাসনের প্রতি ১২ অক্টোবরের পরীক্ষা ১৬ অক্টোবর বা নভেম্বরের আগেই শেষ করার দাবি জানান।
এ বিষয়ে অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীর হাসান বলেন, জাতীয় বিশ্বিদ্যালয় আর ঢাবি অধিভুক্ত ৭ কলেজের মধ্যে পার্থক্যই বা রইলো কী? ঘুরেফিরে তো সেশন জটেই পড়া লাগলো। আজকের পরীক্ষা পেছানোর সিদ্ধান্তটি একটি নিন্দনী সিদ্ধান্ত ছিলো। আমাদের সমাজবিজ্ঞানের আর ৩টা পরীক্ষা বাকি ছিলো। ১৬ তারিখ আর ১ নভেম্বর। ভালোভাবেই শেষ হয়ে যেতো। কিন্তু না, প্রশাসন এমনই পিছাইছে যে, তা বলার বাইরে।
কবি নজরুল কলেজের শিক্ষার্থী সালেকিন শাফিন বলেন, সাত কলেজ প্রশাসনের এমন দায়িত্বহীন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন সিদ্ধান্ত আমাদের শিক্ষা জীবনের জন্য হুমকি হয়ে উঠছে।
তানভীর সাইদী নামে তিতুমীর কলেজের এক শিক্ষার্থী বলেন, শিক্ষকরা চাইলেই কিন্তু ১২ তারিখে আন্দোলন বন্ধ রেখে পরীক্ষা নিতে পারতেন। আর না হয় ১৩ তারিখও পরীক্ষা নিতে পারতেন। নিজেদের সুবিধাটা তারা আগে দেখলেন। তারা কোনোভাবেই ছাত্রদের ভালোটা দেখেন নাই। সাত কলেজের এত সমস্যার মূলে কিন্তু শিক্ষকদের উদাসীনতা আর অবহেলাই দায়ী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available