• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২২:০০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২২:০০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সীতাকুণ্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

২৫ মে ২০২৪ রাত ০৯:০৪:৩৮

সীতাকুণ্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম সীতাকুণ্ডে কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিভিন্ন স্কুলের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

২৫ মে শনিবার কলেজের অডিটোরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্টসহ মেডেল উপহার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রথম হাতিয়ার আমাদের এই মেধাবী শিক্ষার্থীরা। তাদের সাফল্যের সম্মানে আজকের এই আয়োজন।

আগামীর বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়তে যেন শিক্ষার্থীরা আকাশ সমান স্বপ্ন দেখতে পারেন, তাই তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজ শাখার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ খোরশেদ, কলেজ শাখার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক রেজাউল করিম রাজু, গভর্নিং বডির সদস্য রফিকুল ইসলাম বিমা, মাঈন উদ্দীন মুন্সীসহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।

এসময় লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়, বাঁশবারিয়া উচ্চ বিদ্যালয়, আর আর টেক্সটাইল উচ্চ বিদ্যালয়, শীতলপুর উচ্চ বিদ্যালয়, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়, হাফিজ জুট মিলস্ উচ্চ বিদ্যালয়, আল আমিন ইসলামিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসাসহ ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩