• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৯:৪৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৯:৪৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

২৬ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:০৮:৫৫

মানিকগঞ্জে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১১১ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়।

২৬ আগস্ট শনিবার দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন।

অনুষ্ঠানে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক রেহেনা আকতার।

এছাড়া আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (অতিরিক্ত সচিব) তপন কুমার বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান, স্কুলের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত করিম রাসেল, প্রচার সম্পাদক আব্দুল মোমিন প্রমুখ।

অতিরিক্ত যুগ্মসচিব তপন কুমার বিশ্বাস বলেন, সফলতা ও সার্থকতা এক বিষয় নয়। তোমরা পরিক্ষায় সফলতা অর্জন করেছো। তবে কর্মজীবনে তোমরা সমাজ ও রাষ্ট্রকে কি দিবে সেটাই হচ্ছে সার্থকতা। কর্মজীবনে গিয়ে তোমরা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। এ জন্য এখন থেকে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে।

আলোচনা সভা শেষে ওমর-সালিমা স্কলারশিপ এবং দিল মোহাম্মদ খান মেমোরিয়াল স্কলারশিপের সহযোগিতায় ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এর পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৮০০ গাছের চারা বিতরণ করা হয়।

এর আগে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩