• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩১ রাত ০২:৫৩:৪২ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩১ রাত ০২:৫৩:৪২ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৯ মার্চ ২০২৫ বিকাল ০৫:১৩:২৮

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আদালতের রায়কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। এতে প্রায় ২ ঘণ্টা যাবত ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। 

১৯ মার্চ বুধবার তারা এই কর্মসূচী পালন করেছে।এসময় ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর থেকে মাধবপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হলে রাস্তার যাত্রীরা চরম ভোগান্তিতে পরেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, হাইকোর্ট ৩০ শতাংশ পদ ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নোতির পক্ষে রায় দিয়েছে। ফলে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে। আর এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। ফলস্বরূপ যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০ শতাংশ কমে গেল।

তারা বলেন, মরা ডিপ্লোমা প্রকৌশলীগণ শুরু থেকেই আন্দোলন সংগ্রাম করে টিকে আছে এবং অস্তিত্ব টিকিয়ে রাখতে আন্দোলন ছাড়া বিকল্প কিছু নেই।

অধ্যক্ষ মোহসিনুর রহমান জানান, আদালতের রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা মিড টার্ম পরীক্ষা বর্জন করে কলেজের সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। আন্দোলনকারীরা আদালতের রায়ের আসায় আন্দোলন স্থগিত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  

হাইওয়ে থানার ওসি মামুন মিয়া জানান, শিক্ষার্থীরা কলেজের সামনে শান্তিপূর্ণ ভাবে অবস্থান নিয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কলেজের সামনে মহাসড়ক হওয়ায় যানচলাচল বন্ধ হয়ে যায়। তবে যানচলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
১ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:৩৫