• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:৪১:৪৩ (11-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:৪১:৪৩ (11-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

সংঘর্ষে আহত রাবি শিক্ষার্থী চোখের চিকিৎসায় পেল ৫০ হাজার টাকা

২৮ মার্চ ২০২৪ সকাল ১০:৩৪:১৯

সংঘর্ষে আহত রাবি শিক্ষার্থী চোখের চিকিৎসায় পেল ৫০ হাজার টাকা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীকে চোখের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

২৭ মার্চ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দফতর থেকে শিক্ষার্থীকে এ টাকা প্রদান করা হয়। আহত আলিম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

এ ব্যাপারে ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ বলেন, গত বছর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেক শিক্ষার্থী আহত হয়। তবে তিন জন ছাত্র চোখে গুরুতর আঘাত পায়। বিভিন্নভাবে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই ধারাবাহিকতায় এই শিক্ষার্থীকেও এই চিকিৎসার অর্থ প্রদান করা হয়েছে।

আলিম বলেন, ওই ঘটনায় চোখে গুরুতর আঘাত পাই। ফলে আমার এক চোখ ছোট হয়ে গেছে। ভারতে এখনও চিকিৎসা চলছে। তিন দিন আগে অর্থের বিষয়ে ছাত্র উপদেষ্টা দফতরে আবেদন করেছিলাম। আজ পঞ্চম হাজার টাকা পেয়েছি।

এর আগে, গত বছর ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটক সংলগ্ন বিনোদপুর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাঁধে। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত কয়েকদফার সংঘর্ষে কয়েকশো শিক্ষার্থী আহত হন। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া বুলেটে আরও অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। এদের তিনজন চোখে গুরুতর আঘাত পান। তাদের অনেকে বিদেশে উন্নত চিকিৎসা নিয়ে এখন কিছুটা সুস্থ হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের লোগো থেকে বাদ পড়ছে নৌকা
১১ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৪৪:০০




গাংনীতে বিদেশি পিস্তলসহ আটক ১
১১ এপ্রিল ২০২৫ সকাল ১০:৪৬:২২

অবশেষে বদলি করা হলো সেই ইউএনওকে
১১ এপ্রিল ২০২৫ সকাল ১০:২৮:৫৩