জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লাইব্রেরিতে চলন্ত অবস্থায় পুরাতন সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে। আহত শিক্ষার্থীর নাম মো. আনিসুর রহমান। সে বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী। ২ অক্টোবর সোমবার দুপুর ১ টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরির ২য় তলায় এ দুর্ঘটনা ঘটে। এসময় পাশে থাকা একজন শিক্ষার্থী অল্পের জন্য রক্ষা পায়।
লাইব্রেরিতে কর্মরত প্রবীণ কর্মচারিদের কাছ থেকে জানা যায়, আশির দশক থেকে চলছে লাইব্রেরির এ ফ্যানগুলো। পুরোনো ফ্যানগুলোর বেহাল দশা দীর্ঘদিন ধরেই। তবুও বছরের পর বছর ঝুঁকি নিয়ে লাইব্রেরিতে নিয়মিত পড়াশোনা করছেন শিক্ষার্থীরা। এর আগেও ২০২০ সালের মার্চে লাইব্রেরি ভবনের নিচতলায় চলন্ত ফ্যান পড়ে একজনের মাথা ফেটে যাওয়ার ঘটনা ঘটেছিলো।
পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের শিক্ষার্থী ফারজানা নিপা বলেন, আমার এবং আমার পাশে আসনে বসা ভাইয়ের মাঝখানে ফ্যানটা পড়েছে। ঘুরতে ঘুরতে পড়ায় ওনার মাথায় পাখা লেগেছে। কয়েক সেন্টিমিটারের ব্যবধানে আমি বেঁচে গেছি, হঠাৎ অনেক ভয় পেয়েছিলাম। লাইব্রেরিতে আমরা সবাই পড়তে যাই, মরতে নয়। নিচে বসে এত উপরে ফ্যানের অবস্থা জানা তো সম্ভব না। পুরাতন আমলের এই ফ্যানগুলো সংস্কার না করলে যে কেউ আবারও দূর্ঘটনার শিকার হবেন। এ বিষয়ে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছি।
এ ঘটনায় লাইব্রেরির অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক মো. সাজ্জাদুর রহমান বলেন, দুর্ঘটনার পর আমরা তাৎক্ষণিক বিষয়টি নিয়ে কোষাধ্যক্ষ ম্যাডামের সাথে মিটিং করেছি। সেখানে আমরা প্রায় ৬০টি ফ্যান এবং ৭০টি লাইট পরিবর্তন করার উদ্যোগ নিয়েছি। এক্ষেত্রে ফান্ডিংয়ের বিষয়েও কথা চূড়ান্ত হয়েছে। মেরামতের জন্য লাইব্রেরি ২ দিন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান সমস্যার সমাধান হয়ে যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available